কৃপালু মহারাজের জন্ম শতবর্ষ উপলক্ষে মালদা শহরে শোভাযাত্রা

Social

দেবু সিংহ,মালদা : কৃপালু মহারাজের জন্ম শতবর্ষ উপলক্ষে মালদা শহরে শোভাযাত্রার আয়োজন ।
শোভাযাত্রার আয়োজন করে ব্রজ গোপিয়া সেবা মিশনের মালদা জেলা কমিটি।

প্রদীপ প্রজ্বলন,কেক কেটে এবং বেলুন উড়িয়ে শোভা যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, চিকিৎসক ডা: মানবেশ প্রামাণিক সহ অন্যান্য অতিথিরা।

রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে সুসজ্জিত শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় অংশ নেন শতাধিক ভক্ত। কৃপালু মহারাজের ছবি আটকানো প্ল্যাকার্ড হাতে সারা শহর পরিক্রমা করেন ভক্তরা। শোভাযাত্রায় নিত্য প্রদর্শন করেন আদিবাসী শিল্পীরা। সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় বৃন্দাবনী ময়দানে এলাকায়।
শ্রদ্ধেয় কৃপালু মহারাজের শতবার্ষিকী জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

Leave a Reply