নন্দকুমারঃ প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশে কিছু দিবস পালিত হয়। ওই নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সমস্ত দিবস পালিত হয়। পালনীয় সেই সমস্ত দিবস গুলির মধ্যে একটি হল বিশ্ব গণ্ডার দিবস।
সারা বিশ্বজুড়ে যেভাবে চোরাশিকারের জন্য বন্যপ্রাণীর ক্ষতি হচ্ছে তার থেকে গন্ডারদের রক্ষা করার জন্য বিশ্ব গণ্ডার দিবস পালিত হয়। প্রতি বছর ২২ সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস পালিত হয়। বিভিন্ন দেশের সরকার, এনজিও, চিড়িয়াখানা এবং সাধারণ মানুষ মিলে এই দিনটি পালন করে। আজকের এই দিনটি দেশ, রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের আইওসির উদ্যোগে পালিত হচ্ছে। আজকের দিনটি সমন্ধে পড়ুয়াদের সচেতন করতে নন্দকুমারের মান্দারগেছ্যা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সামনে বিশেষ বার্তা তুলে ধরা হয়। তথ্যচিত্রের মাধ্যমে পড়ুয়াদের বন্যপ্রাণী, পশু পাখিকে মারা, তাদের উপর নিপীড়ন করা ঠিক নয়। কি কি করনীয় রয়েছে তা তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
বিপন্ন প্রজাতি সম্পর্কে সচেতনতার উদ্দেশ্যে হলদিয়া রিফাইনারী উদযাপন করল ১১তম বিশ্ব গণ্ডার দিবস। ইণ্ডিয়ান অয়েল কর্তৃক গৃহীত ম্যাসকট, এদিন ইণ্ডিয়ান অয়েল রাইনোর এক বছর পূর্তি উপলক্ষ্যে হলদিয়া রিফাইনারীর এক্সিকিউটিভ ডিরেক্টর ও রিফাইনারী হেড মিঃ পার্থ ঘোষ কলকাতা চিড়িয়াখানার রাইনো এনক্লোসার পরিদর্শন করেন । বিশ্ব গণ্ডার দিবস ২০২২ উপলক্ষ্যে, ইণ্ডিয়ান অয়েল, হলদিয়া রিফাইনারী, আলিপুর জুলজিক্যাল পার্কের জলদাপ্রসাদ নামে একটি ভারতীয় রাইনো দত্তক নিল।
মিঃ ঘোষ ইণ্ডিয়ান অয়েল অফিসিয়াল ব্র্যাণ্ড ম্যাসকট, ইণ্ডিয়ান অয়েল রাইনো সম্পর্কে উল্লেখ করেন। ইণ্ডিয়ান অয়েল রাইনো ইণ্ডিয়ান অয়েল ব্র্যান্ডিংয়ের একটি অবিচ্ছেদ্য অংশ এবং গত এক বছরে ইণ্ডিয়ান অয়েল-এর মূল্যবান গ্রাহকদের সঙ্গে এটি (রাইনো) মানসিক সংযোগ তৈরি করেছে। তিনি পুনরায় ভারতীয় গণ্ডারের বিপদ সম্পর্কে উল্লেখ করেন, কারণ গণ্ডারের শিং শিকারের ক্রমবর্ধমান চাহিদার জন্য গণ্ডারের প্রজাতি বিপন্ন হচ্ছে। বিপন্ন প্রজাতি সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়ার জন্য তিনি উৎসাহিত করেন এবং বলেন আমরা যে পরিবর্তনগুলি কল্পনা করি তা আমাদের একত্র প্রয়াসে আমরা তা নিয়ে আসতে পারি। ইণ্ডিয়ান অয়েল-এর তিনটি শোধনাগার এবং পাইপলাইন ও মার্কেটিং নেটওয়ার্ক-এর সঙ্গে রাইনোর উল্লেখযোগ্য উপস্থিতি ও সংযোগের কথা তিনি জানান। বন্যপ্রাণীদের রক্ষণাবেক্ষণে চিড়িয়াখানার কর্মীদের অপরিসীম ভালবাসা ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষ্যে এই দিনটি উদযাপনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সচেতনতামূলক ও জনসংযোগ কর্মসূচি যেমন চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সচেতনতা কর্মসূচিটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে বার্তা প্রেরণের পাশাপাশি গণ্ডার বাঁচানোর মিশনের একটি প্লাটফর্ম। ইণ্ডিয়ান অয়েল রাইনোর একবছর পূর্তি উপলক্ষ্যে আধিকারিকরা কেক কাটেন।