মলয় দে নদীয়া :-শনিবার নবদ্বীপ ধাম রেল স্টেশনে জিআরপি কার্যালয়ে এক রেল যাত্রীর খোওয়া যাওয়া স্মার্টফোন টি তাঁর হাতে তুলে দিলো জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম ভট্টাচার্য। জিআরপি সূত্রে জানা যায়, গত জুন মাসের ৬ তারিখ সোমবার এক রেলযাত্রী অরিন্দম দত্ত, বাড়ি নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ঢাকানগর এলাকায়। হাওড়া থেকে নবদ্বীপে আসছিলেন। এরপর নবদ্বীপ ধাম স্টেশনে নেমে দেখে পকেটে তাঁর মোবাইলটি নেই। সঙ্গে সঙ্গে নবদ্বীপ জিআরপির কাছে স্মার্টফোন হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই ফোনের আইএমইআই নম্বর ধরে তদন্তে নেমে স্মার্টফোন টি উদ্ধার করতে সক্ষম হয় নবদ্বীপ জিআরপি। আজ হারিয়ে যাওয়া ওই রেলযাত্রীকে ফোন ফিরিয়ে দেওয়া হয়। ফোন পেয়ে অরিন্দম দত্ত সাধুবাদ জানায় নবদ্বীপ জিআরপি কে।