নদীয়ার করিমপুরে বজ্রাঘাতে মৃত্যু দুই ব্যক্তি, গুরুতর আহত আরও একজন

Social

মলয় দে নদীয়া :-বৃহস্পতিবার বিকালে নদীয়ার করিমপুরে বজ্রাঘাতে মৃত্যু হলো এক যুবকের ।জানা যায় মৃত ঐ যুবকের নাম মিনারুল শেখ বয়স ২৫ বছর বাড়ি করিমপুর থানার অধীন গোয়াস দক্ষিণপাড়া।

পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যুবক মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন, এমন সময় বিদ্যুৎ চমকায় ও বাজ পড়ে যুবক গুরুতর আহত হয় আহত অবস্থায় গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। করিমপুর থানা কে খবর দিলে করিমপুর থানার পুলিশ মৃতদেহটি নিয়ে আসে,এবং ময়না তদন্তুর জন্য পাঠায়। আহত হয় আব্বাস মালিক খা নামে অপর এক কৃষকও । কাঠালিয়ার একজন ব্যক্তি মারা যায় ।বজ্রঘাতে মৃত ঐ ব্যক্তির নাম দুঃশাসন অধিকারী বয়স ৪৮ বছর।

Leave a Reply