মলয় দে নদীয়া :-নদীয়া জেলার করিমপুরের মুরুটিয়া থানার অধীন কেচুয়াডাঙ্গা গ্রামের ভট্ট তলার বাসিন্দা চন্দন বিশ্বাস অভিনব সাইকেল তৈরি করে তাক লাগিয়ে দিলেন এলাকাবাসীকে। পেশায় তিনি করিমপুর রেজিস্ট্রি অফিসের কপি রাইটার। তিনি প্রতিদিন এই সাইকেলে চড়ে কিছুয়াডাঙ্গা থেকে করিমপুর অফিসে যান।
তার দাবি সরকার যেন তার এইদিকে নজর দেন ও আগামী দিনে আরো কিছু আবিষ্কার করবেন তার জন্য সাহায্য করেন। এই সাইকেল তৈরি করাকে কেন্দ্র করে এলাকায় নতুন দিশার আলো দেখালেন তিনি। প্রতিবেশী ও এলাকাবাসীরা খুবই খুশি তার এই অভিনব সৌর চালিত সাইকেল দেখে। এই সাইকেল এই এলাকায় প্রথম তিনি তৈরি করলেন। এই সৌর চালিত সাইকেলের গতিবেগ ৩০ থেকে ৩৫ প্রতি কিলোমিটার। এই সাইকেল তৈরি করতে তার খরচ হয়েছে ১৯০০০ হাজার। এই সাইকেল তৈরি করতে তার সময় লাগে এক মাস।