দৃষ্টিহীন বিশেষভাবে সক্ষম মানুষকে নিপীড়নের প্রতিবাদে কৃষ্ণনগরে ব্লাইন্ড পার্সন এসোসিয়েশন এর পক্ষ থেকে ধিক্কার সভা

Social

মলয় দে নদীয়া :-গত ৭ই জুলাই বৃহস্পতি বার নবদ্বীপ বাস স্ট্যান্ড এলাকায় আংশিক দৃষ্টিহীন তারক ঘোষ নামক এক লটারি বিক্রেতাকে সমর চক্রবর্তী নামক এক ব্যক্তির বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে।

ঘটনায় অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের,! নবদ্বীপ থানায় পিটিশন প্রতিবন্ধী সংগঠনের।

জানা যায়, নবদ্বীপ বাস স্ট্যান্ড এলাকায় লটারি বিক্রেতা আংশিক দৃষ্টিহীন তারক ঘোষের বাড়ি নবদ্বীপের প্রাচীন মায়াপুর এলাকায়। অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে লটারি বিক্রি করার সমর চক্রবর্তী তাঁকে অন্ধ, কানা বলে কটুক্তি করতে থাকে।

এরপর বেলা দশটা পনেরো নাগাদ তাঁকে আবারো ফের কটুক্তি করতে থাকে এবং অশ্লীল ভাষায় তাঁকে গালিগালাজ করে, তার প্রতিবাদ করায় তাঁর টেবিলে থাকা টিকিটগুলি ছিঁড়ে দেয়, ও তারক ঘোষকে বেধড়ক মারধর করে।
এরপর সেখানকার স্থানীয় মানুষজন তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানে তাঁর চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সুত্রে জানা যায় তারক ঘোষের চোখে গুরুতর আঘাত লেগেছে ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে পোস্ট অফিসের মোড়ে একটি প্রতিবাদী ধিক্কার সভার আয়োজন করে। সেখানে তারা স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, এ ব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। পূর্বে প্রতিবন্ধীরা অপমানিত লাঞ্ছিত হতো। এখন নির্যাতিত হয়। অথচ কেন্দ্র এবং রাজ্যে বেশ কিছু আইন বলবত রয়েছে তাদের জন্য। যা উপেক্ষিত হয় মাঝে মধ্যেই।

Leave a Reply