লক্ষ্য প্লাস্টিক মুক্ত শহর ! রানাঘাট পুরসভার বিশেষ অভিযান

Social

মলয় দে নদীয়া :-আগামী পয়লা জুলাই থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার নিষেধ। সোমবার রানাঘাট রেল বাজারে অভিযান করলো রানাঘাট পুরসভা ও রানাঘাট পুলিশ প্রশাসন।

এদিন রানাঘাট রেল বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে প্লাস্টিক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়।প্লাস্টিক বিরোধী এই অভিযানের পুরোভাগে ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দোপাধ্যায়, উপ পুরপ্রধান আনন্দ দে,পুরসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী, রানাঘাট থানার আই সি সঞ্জীব সেনাপতি সহ পুলিশ আধিকারিকরা।এদিন রানাঘাট রেল বাজার থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু প্লাস্টিকের ক্যারি ব্যাগ।

Leave a Reply