বিশ্ব মহাসাগর দিবসে এনসিসির ভূতল উপরিভাগ জল সংরক্ষনের নানা বিধ কর্মসূচি

Social

মলয় দে নদীয়া:- বিশ্ব মহাসাগর দিবসের ধারণাটি জাতিসংঘ কর্তৃক প্রথম প্রস্তাব করা হয়েছিল ১৯৯২ সালে রিও ডি জেনেরিওতে আর্থ সামিটে। আমাদের জীবনে সমুদ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি দিন পালন করার পরামর্শ দেওয়া হয়েছিল এবং লোকেরা কীভাবে তাদের রক্ষা করতে সহায়তা করতে পারে। ২০০২ সাল থেকে, ওয়ার্ল্ড ওশান নেটওয়ার্ক ইউনেস্কোর আন্তঃসরকারি সমুদ্রবিজ্ঞান কমিশনের পৃষ্ঠপোষকতার সাহায্যে ৮ ই জুন সমুদ্র সচেতনতা ইভেন্টের জন্য সমর্থন তৈরি করেছে। ৫ ডিসেম্বর, ২০০৮, জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে মনোনীত করার জন্য একটি প্রস্তাব পাস করে। সেই থেকে

পৃথিবীর সমস্ত দেশে আজকে ওসিয়ান ডে হিসেবে পালিত হয়ে আসছে। নদিয়া কল্যানী এনসিসি এবং শান্তিপুর কলেজের যৌথ উদ্যোগে শান্তিপুর বিভিন্ন স্থানের ঘাট পরিষ্কার করেন। জল দূষণ রক্ষার বার্তা দেওয়ার সাথে সাথে, আগামী দিনে জল সংকটের আলোকপাত করেন। প্রতিটি নাগরিককে এ বিষয়ে সচেতন হতে হবে এমনই, পাস গড়ে তুলতে ছাত্র-ছাত্রীরা প্লাস্টিক বিভিন্ন পরিত্যক্ত জলাশয় এর পাশ থেকে তুলে ফেললেন সেগুলো। শান্তিপুর কলেজ থেকে পৌঁছান ৫০ জনেরও বেশি এনসিসি সদস্য।সাথে ছিলেন তাদের প্রশিক্ষক গণও। অধ্যক্ষা ডঃ চন্দ্রিমা ভট্টাচার্য্য এ ধরনের উদ্যোগের আয়জন করেছেন ।

Leave a Reply