মলয় দে নদীয়া:- কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে নবদ্বীপ থানার পরিচালনায় স্বেচ্ছায় রক্ত দান শিবির।গ্রীস্মের তাপদাহে ব্লাড ব্যংক গুলোতে রক্তে সংকটের কথা মাথায় রেখে কৃষ্ণ নগর জেলা পুলিশের উদ্যোগে নবদ্বীপ থানার পরিচালনায় এক স্বেচ্ছায় রক্ত দান শিবিরএর আয়োজন করে নবদ্বীপ থানা প্রাঙ্গনে।
এ দিন সকাল দশটা থেকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যংকের সহায়তায়,এই রক্ত দান শিবিরের সূচনা হয়।
এদিন নবদ্বীপ থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিনের এই অনুষ্ঠানে একাধিক পুলিশ আধিকারিক এর পাশাপাশি উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা।