মলয় দে নদীয়া:- আজ ২২ শে এপ্রিল লেনিনের ১৫৩ তম জন্ম দিবস তার জন্মদিনকেই রেড ভলান্টিয়ার দিবস হিসেবে গোটা রাজ্যে পালন করা হবে এমনটিই সম্প্রতি দলের ২৩ তম পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিলো।
লেনিনের নেতৃত্বেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নে রেড ভলান্টিয়ার গঠন হয়েছিল এর পরবর্তী সময় এ রাজ্যতে পিআরসি গঠন করা হয় তার বহু বছর পর ২০২০ সালের করোনা মোকাবিলায় রেড ভলেন্টিয়ার গঠিত হয়। রেড ভলেন্টিয়ার নামকরণের আগেই সকালবেলায় সল্টলেকে সপ্তর্ষির নেতৃত্বে মানুষের পাশে দাঁড়াবার এক প্রচেষ্টা শুরু করে , ঐদিন রাত্রিবেলায় সোনারপুর দক্ষিণের সুভাষগ্রাম, কোদালিয়ার গুটিকয়েক ছেলে সিদ্ধান্ত নেয় বয়স্ক মানুষ অসুস্থ মানুষজনের জনের জন্য বাজার হাট ওষুধ বাড়িতে পৌঁছে দেবে এই মোতাবেক সোশ্যাল মিডিয়ায় ছাত্র-যুব রা কয়েকটা নম্বর দেয় পরের দিন থেকেই ফোন আসা শুরু হয় কাজ ধীরে ধীরে বাড়তে শুরু করে ছেলেগুলো নিজের জীবন বিপন্ন করে দৌড়ে প্রান্ত থেকে ও প্রান্ত উত্তর ২৪ পরগনা র সল্ট লেক অর্থাৎ জ্যোতি বসু নগর আর দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সুভাস গ্রাম কোদালিয়ায় শুরু হলো “মানুষ মানুষের জন্য” ক্যাপশন দিয়ে মানুষের পাশে দাঁড়াবার দৃঢ় অঙ্গীকার নিয়ে পথচলা।
বিদ্যুৎ গতিতে গোটা রাজ্যে ছড়িয়ে পড়লো রাজ্যের সর্বত্র। শমীক লাহিড়ি, উদ্যোগ নিয়ে রাজ্য সিপিআইএম নেতৃত্ব সাথে আলোচনা ভিত্তিক প্রতি জেলায় শহরে পূর্ণতা পায় রেড ভলেন্টিয়ার এর কর্মকান্ড।
দীর্ঘ দুবছর অতিমারীর বিরুদ্ধে লড়াই করেছে রেড ভলেন্টিয়ার। নতুন বছরে নতুন আশঙ্কা নিয়ে এসেছে কোভিডের তৃতীয় ঢেউ। ফের অপরিকল্পিত লকডাউন, হয়রানির মুখোমুখি রাজ্যের মধ্যবিত্ত মানুষ। দ্বিতীয় ঢেউ,আমফান,বন্যার প্রকোপ সামলে উঠতে না উঠতেই কমিউনিটি কিচেন, বিনামূল্যে জনতা বাজার, জনস্বাস্থ্য অনলাইন পরিষেবা, শিক্ষা সামগ্রী, ওষুধ বিতরণ, এন্টিবডি পরীক্ষা শিবির, ঘরে ঘরে অক্সিজেন সিলিণ্ডার বা পথ্য পৌঁছে দেওয়ার মতো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান রেড ভলান্টিয়াররা। দু’বছর ধরে কাজ করে আসলেও, গত বছর থেকে আজকের দিন অর্থাৎ ২২ শে এপ্রিল রেড ভলেন্টিয়ার ডে পালিত হচ্ছে সারা রাজ্যে।
এই উপলক্ষে নদীয়ার শান্তিপুরে রেড ভলেন্টিয়ার পতাকা উত্তোলন লেলিনের গলায় মাল্যদান, বৃক্ষরোপণ এবং নানান সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে শান্তিপুর শহরের রেড ভলেন্টিয়ার্স কমিটি। তারা জানান করোনার প্রভাব কিছুটা কমলেও, এখনো নিয়মিত পরিষেবা চালিয়ে যাচ্ছেন তারা।