দেবু সিংহ,মালদা: চলন্ত ট্রেনে জানলা দিয়ে ছুটে আসা পাথরের আঘাতে জখম হলো এক মহিলা ট্রেন যাত্রী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতা – বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ট্রেনে । আহত ওই মহিলা যাত্রীর নাম অপর্ণা রায় (৩৮)।
জানা যায় বুধবার বিকেলে বোলপুর স্টেশন থেকে তেভাগা এক্সপ্রেসে ওঠেন ওই মহিলা যাত্রী। পাকুর স্টেশন আসার পথে ট্রেনের জানলা সাইডে সংরক্ষিত কামরায় বসে থাকলে আচমকা একটি পাথর ছুটে আসে। এবং ওই মহিলার মাথার বামদিকে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় কোনরকমে দেড় ঘণ্টা পর ট্রেনটি মালদা টাউন স্টেশনে আসলে জিআরপিকে মৌখিকভাবে অভিযোগ জানান ওই মহিলা ট্রেন যাত্রী । এরপরই রেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, পেশায় শিক্ষিকা কর্মসূত্রে বোলপুরের শান্তিনিকেতনে থাকেন ওই মহিলা যাত্রী। তেভাগা এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরার জানলার ধারে উনি বসেছিলেন। বাইরে থেকে দুষ্কৃতীরা পাথর ছোঁড়ে বলে ওই মহিলা যাত্রীর অভিযোগ। সেই পাথরের আঘাত লেগেছে বলে প্রাথমিক ভাবে ওই মহিলা যাত্রী জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য পাকুর রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।