মলয় দে নদীয়া:- নদীয়ার হাঁসখালির ঘটনার পরিপ্রেক্ষিতে, প্রতিবাদ মুখর সারাদেশ, রাজ্যের সর্বত্র চলছে বিক্ষোভ প্রতিবাদ মিছিল। পরশু সন্ধ্যায় বগুলার রাজপথ কেঁপে উঠেছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে। গতকাল শান্তিপুরে, সন্ধ্যায় ডাকঘর মোড় থেকে সমগ্র প্রসেশন রোড পায়ে হেঁটে মিছিল করে পুনরায় ডাকঘরে এসে শেষ হয়। অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
তবে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল বিশেষভাবে সক্ষম কিছু মানুষ যারা তাদের হুইল চেয়ারে বসেই প্রতিবাদ দেখিয়েছেন। তবে জেলার অন্যান্য জায়গার থেকে শান্তিপুরে সামাজিক সংগঠনের সংখ্যা এবং গতিবিধি অনেকটাই বেশি, তবে সেই তুলনায় সাধারণ মানুষকে প্রতিবাদে মিছিলে অংশগ্রহণ করাতে পারেননি আয়োজকরা। যদিও এ বিষয়ে তারা বলেন এটা আমন্ত্রণের বিষয় নয়। ফেসবুকে পোস্ট করা হয়েছিল যারা মনে করেছেন প্রতিবাদের প্রয়োজন আছে তারা উপস্থিত হয়েছেন। তবে নীল পূজো হওয়ার কারণে বিকালের দিকে অনেকেই ব্যস্ত ছিলেন। তবে অন্যান্য অংশগ্রহণকারীরা বলেন সংখ্যা যাই হোক, প্রতিবাদ চলবেই তা সে হাথ্রাস হোক বা হাঁসখালি। সামাজিক এই ব্যাধি নির্মূল করা প্রয়োজন।