হাইকোর্টে বিজিটিএ’র আদালত অবমাননা মামলায় পে কমিশনকে ৪ঠা জানুয়ারির মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ

Social

গতকাল ‘বৃহত্তর গ্র‍্যাজুয়েট টিচারস এসোসিয়েশান’ এর করা আদালত অবমাননা সংক্রান্ত একটি মামলার শুনানি হয় হাইকোর্টে । শুনানিতে মাননীয় বিচারপতি বলেন যে, গ্র‍্যাজুয়েট টিচারদের টিজিটি স্কেল মিটিয়ে দেওয়ার ব্যাপারে হাই কোর্টের দেওয়া রায়ের ভিত্তিতে পে কমিশন কি ব্যবস্থা নিয়েছে তা আগামী ৪ঠা জানুয়ারি ২০২০ ‘র মধ্যে হলফনামার মাধ্যমে হাইকোর্ট কে জানাতে হবে । হলফনামার জমা দেওয়ার পরে আগামী ১০ জানুয়ারি আবার এ বিষয়ের শুনানি হবে ।

বিজিটিএ সাধারণ সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্যের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গতকাল হেয়ারিং এ আর একবার প্রমানিত হল যে বিজিটিএ তাদের ন্যায্য দাবীর জন্য লড়ছে। মহামান্য হাইকোর্টের উপর আমাদের পুর্ন আস্থা আছে,শেষ পর্যন্ত জয় আমাদের হবেই কেন না আমরা আইনের বাইরে কিছু দাবী করছি না । সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার এই যে কোর্টের রায় যাতে সরকার মানে তার জন্য বিজিটিএ কে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে । মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমরা এখনো আবেদন করছি আপনারা বিষয়টি হস্তক্ষেপ করুন “।

Leave a Reply