দেবু সিংহ,মালদা: রাজ্য সরকারের নির্দেশের পর বন্ধ করে দেওয়া হলো গাজোল উৎসব -২০২২। যেখানে বইমেলা, পুষ্প প্রদর্শনী এবং সিধু-কানু মেলার আয়োজন একযোগে করা হয়ে থাকে। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে রাজ্য প্রশাসন সমস্ত ধরনের মেলা বন্ধের ওপর বিধিনিষেধ জারি করেছে। আর সেই নির্দেশ অনুযায়ী গাজোল উৎসব ও মেলা বন্ধ করে দিল সংশ্লিষ্ট কমিটি। এরফলে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মেলায় আসা বিভিন্ন ধরনের বিক্রেতা থেকে ডেকোরেটরদের।
গাজোল উৎসব মেলায় আগে থেকেই ফাস্টফুড বেচা কেনার জন্য স্টল নিয়েছিলেন কয়েকজন বিক্রেতারা । তাঁদের বক্তব্য, প্রতিবছরই জানুয়ারি মাসের শুরুতেই গাজোল উৎসব অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট এলাকার ফুটবল খেলার মাঠে । কিন্তু এবছর যেভাবে করোনা সংক্রমণ বেড়েছে, তাতে সেই সব বন্ধ করে দিয়েছে প্রশাসন। এরফলে রুজি-রোজগারের খানিকটা হলেও টান পড়েছে । একই বক্তব্য এই মেলার ডেকোরেটরদের। তাঁরা বলেন, মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্বে ছিল। প্যান্ডেলে করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন প্রশাসনের নির্দেশ অনুযায়ী মেলা বন্ধ থাকবে। এর ফলে প্রচুর আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে।
গাজোল উৎসব কমিটির কার্যকরী সভাপতি অরবিন্দ ঘোষ জানিয়েছেন, আমাদের মেলার প্রায় শেষ পর্যায়ে ছিল । এখানে বইমেলা, ফুল মেলা, সিধু-কানু মেলা সব এক জায়গায় অনুষ্ঠিত হতো। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে রাজ্য সরকার সমস্ত মেলা বন্ধের নির্দেশ দিয়েছে । সেই কারণেই রাজ্য প্রশাসনের নির্দেশে আমরা মেলা বন্ধ রাখছি । আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হলেই এই মেলা নতুন করে উদ্বোধন করা হবে।