সোশ্যাল বার্তা: বড়দিনে শিশুদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করলো অশোক নগর কল্যানগড় বিধানসভা এলাকায় বৈশাখী উৎসব কমিটি।
করোনার আক্রান্তের গ্রাফ নিন্মমুখী,সাধারণ মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে।বড়দিন উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা গুলি একাধিক মানবিক কর্মসূচি গ্রহণ করেছে।
করোনা আবহে শুধুমাত্র নয়,সারা বছর ধরে বিভিন্ন রকমের সামাজিক সাংস্কৃতিক মানবিক কর্মকান্ড করে থাকে অশোক নগর কল্যানগড় বিধানসভা এলাকায় বৈশাখী উৎসব কমিটি। বড়দিন উপলক্ষ্যে অশোক নগর বৈশাখী উৎসব অশোকনগর রেল কলোনীতে শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে কেক ও জয়নগরের মোয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটাইজার বোতল উপহার হিসাবে তুলে দেয়।এই দিনের এই মানবিক কর্মকান্ডে সন্নিহিত অঞ্চলের মানুষেরা ভীষণ ভাবে খুশি বলে জানিয়েছেন।