সর্বভারতীয় নিট পরীক্ষায় নজরকাড়া সাফল্য কালিয়াচকের তিনটি ব্লকে, দেওয়া হলো সংবর্ধনা

Social

দেবু সিংহ,মালদা: সর্বভারতীয় নিট পরীক্ষায় নজরকাড়া সাফল্য কালিয়াচকের তিনটি ব্লকে ! হবু ডাক্তারদের মঙ্গলবার বিকেলে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করল “এইচ. এম. কে. এম. ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সর্বভারতীয় নিট পরীক্ষায় নজরকাড়া সাফল্য পেয়েছে  কালিয়াচকের তিনটি ব্লক।এই এলাকা থেকেই এবছরে শতাধিক উল্লেখযোগ্য সফল হয়েছে।  এই হবু ডাক্তারদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করল এম.কে.এম.ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
স্বেচ্ছাসেবী সংগঠন এইচ.এম.কে.এম. ফাউন্ডেশনের সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মালেকে এলাকার নিটে সফল ৩০ জন হব ডাক্তারকে সংবর্ধনা সম্মাননা প্রদান করেন ।

কৃতি ছাত্রদের হাতে মানপত্র একটি করে গোলাপ ফুল ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করে। কালিয়াচক দুই নং ব্লকের বিডিও রমল সিং বিরদি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলনারা বিবি , মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী , রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুন নেহার, প্রাক্তন প্রধান হাসিমুদ্দিন আহমেদ। ও বাঙ্গীটোলা অঞ্চলের প্রধান তোহিদুর রহমান।
এদিন যারা সম্মানিত হন তাঁরা হলেন  আলফিদা রাফসন, ফিরাদ কিবরিয়া, বিশ্বজিৎ প্রামানিক , মাসুদ করিম, ওবাইদুল হক , সোহেল রানা, সেতারা খাতুন, সহ 30 জন জন ভাবি চিকিৎসক।বিষয়টি নিয়ে কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও রমল সিং বিরদি জানিয়েছেন ,” শিক্ষাই জাতির মেরুদন্ড। প্রকৃত শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশ অগ্রগতি করে এবং কুসংস্কার মুক্ত , বিদ্বেষমুক্ত ও বিভাজনমুক্ত সমাজ গড়ে ওঠে । নিটে কালিয়াচক এলাকায় অভাবনীয় সাফল্য এসেছে ।  আগামীতে এই কালিয়াচক এলাকা অন্য নামে পরিচিত হবে। কালিয়াচকের তিনটি ব্লক থেকে ৫০/৬০ জনের বেশি এবারের নিটে সাফল্য অর্জন করেছে। এই ফল বলে দিচ্ছে কালিয়াচক শুধু বোম গুলি গোলাবারুদের কারখানা নয় । আগামী ২০ বছর পর এই এলাকায় বাড়ি বাড়ি চোর গুন্ডা বিভিন্ন সমাজবিরোধী নয় , বাড়ি বাড়ি ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সরকারি গেজেটেড অফিসার পাওয়া যাবে।এইচ.এম.কে.এম. ফাউন্ডেশনের সম্পাদক আব্দুল মালেক প্রত্যেক ডাক্তারকে আগাম অভিনন্দন জানিয়ে বলেন ” এই জেলার বাইরে কালিয়াচক মানে এতদিন সমাজ বিরোধীদের আখড়া বলে মানুষ জানতো বর্তমান প্রজন্ম আগামী দিনে কালিয়াচক মালদার সংজ্ঞা পরিবর্তন করে দেবে এই এলাকার ছাত্র-ছাত্রীদের এই সাফল্যে সকলেই খুশি। আমরা চাইব এরপর থেকেই আগামী দিনে সুচিকিৎসক হয় এলাকার গরীব দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। কালিয়াচকের তিনটি ব্লকের শতাধিক কৃতি ছাত্র নিটে সফল হয়েছে। আমরা এদের মধ্যে মাত্র 30 জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। 30 জনকে সম্বর্ধিত ও সম্মাননা প্রদান করা হলো।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলেই এই হবু ডাক্তারদের সম্মাননা প্রদান করতে গিয়ে আগামী দিনে যেন তারা চিকিৎসক হয়ে এলাকার গরীব দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায় তার আবেদন জানায়।

Leave a Reply