কোলাঘাট : পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে দেখা গেলো বিরল প্রজাতির বাঘরোল। ঘটনা স্থলে পুলিশ ও বনদফতরের কর্মীরা ।।
সকাল সকাল দেখা গেলো পুর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাবুয়া গ্রামে এক বিরল প্রজাতির বাঘরোল। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বাঘের মতো দেখতে প্রায় তিন ফুটের মতো লম্বা একটি বিরল প্রজাতির প্রাণীটি মুস্তাক হোসেন এর বাড়ির মধ্যে ঢুকে যায়। বাড়ির লোক জন দেখে আতঙ্কিত হয়ে পড়েন। সাথে সাথে বাড়ির লোকজন বাড়ির গ্রীল দরজা জানালা লাগিয়ে দেয়।বাঘরোল টি ভয় পেয়ে বাড়ির উঠোনে থাকা একটি স্কুটির মধ্যে ঢুকে পড়ে। আর এই খবর জানাজানি হতেই এলাকার মানুষ জন বাঘ রোল টিকে দেখার জন্য ভিড় জমায়।