সোশ্যাল বার্তা: দেশজুড়ে করোনাকালীন পরিস্থিতি শুরু হওয়ার সময় থেকেই রক্ত সঙ্কট দেখা দেয়। রক্ত সংকট মেটাতে পুলিশ প্রশাসনও নিয়মিত ভাবে রক্তদান শিবির করা উদ্যোগ গ্রহণ করে। এবার মুমূর্ষু ব্যক্তিদের রক্তের জোগান দিতে এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়ার ইয়ং স্টার ক্লাবের সদস্যরা।
‘রক্তদান মহৎদান’- এই স্লোগানকে মূলমন্ত্র করে শুক্রবার ধুবুলিয়ার ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল এগারোটা থেকে রক্তদান শুরু হয়।
ইয়ংস্টার ক্লাবের সম্পাদক সুব্রত সরকার জানান ” রক্তের অভাবে অনেক মুমূর্ষু ব্যক্তি মারা যান। বর্তমান করোনাকালে পরিস্থিতিতে আরও খারাপ হয়ে উঠেছে। মূমুর্ষ রোগীর প্রাণ বাঁচাতে ক্লাবের সদস্যরা এই উদ্যোগ গ্রহণ করেছে”।
ক্লাবের অন্যতম সদস্য ব্যোমকেশ চক্রবর্তী জানান “শক্তিনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের তত্ত্বাবধানে এদিন ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। থ্যালাসেমিয়া রোগীরা যাতে নিয়মিত রক্ত পায় তার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করলাম। ক্লাবের অনেক পুরনো সদস্য রক্তদান শিবিরে সামিল হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে শক্তিনগর ব্লাড সেন্টারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।