দেবু সিংহ,বামন গোলা: দুর্গাপূজাকে সামনে রেখে পুজো উদ্যোক্তাদের সাথে একটি প্রশাসনিক বৈঠক হয়ে গেলো শনিবার। এদিন মালদহের বামন গোলা ব্লক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই আলোচনা সভা ডাকা হয়। মূলত করোনা পরিস্থিতির ওপর নজর রেখে খোলামেলা মণ্ডপ এর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের পুজো দেখার সুযোগ করে দেয়ার বার্তা দেওয়া হয়। পাশাপশি কোনো ধরনের উচ্চস্বরে গান বা ডিজে বাজানো একেবারে নিষেধাজ্ঞার বার্তা দেন প্রসাশনের আধিকারিকেরা।
এদিন ওই আলোচনা সভায় বামন গোলা ব্লকের ৮০ টি পুজো উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। প্রসাশনের তরফ থেকে এদিন ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিএসপি ডি এন টি আজারুদ্দিন খান বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী জয়েন্ট বিডিও আশিস নায়েক