পুজোর থিমে শান্তির বাণী ! হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো 

Social

দেবু সিংহ,মালদা: পুজোর বাকি আর কয়েকদিন।খূটি পূজার মধ্য দিয়ে শুরু হয়ে গেল পূজার প্রস্তুতি পর্ব। এদিন মালদহের হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা নেতাজি স্পোর্টিং পরিচালনায় খুঁটি পূজার আয়োজন করা হয় তার মধ্য দিয়ে শুরু হয়ে যায় দুর্গাপূজার প্রস্তুতি পর্ব। পুজোর থিম মা আসছেন ধরাতে শান্তি বাণী নিয়ে। প্রতিমা তৈরীতে থাকছে অভিনবত্ব।

পুজো কমিটির কাছ থেকে জানা যায় তুলসিহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ৩৬ বছর পদার্পণ করল দূর্গা উৎসব। পূজা কমিটির ঐতিহ্য বজায় রেখে দীর্ঘ ৩৬ বছর ধরে দূর্গা পূজার আয়োজন করে আসছেন শনিবার খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি পর্ব শুরু হলো। এদিনের খুঁটি পূজাতে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যবৃন্দরা। এদিনের পূজাকে কেন্দ্র করে আনন্দ এবং উত্তেজনা ছিল ভরপুর ক্লাবের সদস্যদের মধ্যে।

তুলসিহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের ফাউন্ডার সদস্য প্রণব দাস জানান দীর্ঘ ৩৬ বছর ধরে দুর্গোৎসব করে আসছি। পুজোর থিম মা আসছেন ধরাতে শান্তি বাণী নিয়ে। পাশাপাশি জানান করোনা পরিস্থিতির মধ্যে সকল প্রকার স্বাস্থ্যবিধি প্রাধান্য দেওয়া হবে। সামাজিক দূরত্ব যেন বজায় থাকে তার ব্যবস্থা করা হবে।

Leave a Reply