দেবু সিংহ,মালদা: গত বছর করোনায় আক্রান্ত হয়ে মারা যান বছর চুয়াত্তরের অসীম ভৌমিক। জলপাইগুড়ির ওদলাবাড়ি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি শিলিগুড়ি এলাকায়। বুধবার তাঁর মৃত্যর এক বছর পূর্ণ হয়। তাঁর প্রথম মৃত্যু বাৎসরিক উপলক্ষ্যে বুধবার রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনদের খাওয়ানোর ব্যবস্থা করে তাঁর মেয়ে সায়নী ভৌমিক সরকার ও জামাই সুশান্ত সরকার। তাদের বাড়ি মালদা শহরের মালঞ্চ পল্লী এলাকায়।
এদিন রাতে প্রায় ১৫০ জনকে এদিন খাওয়ানো হয়। ফ্রায়েড রাইজ, মাংস ও মিষ্টি ছিল মেনুতে। খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয় নারীশক্তি ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে। তারাই এই আয়োজন করেন।