দেবু সিংহ, মালদাঃ-পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদা জেলার মানিকচক থানার এনায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ে ফাইলেরিয়া রোগ নির্ণয় পরীক্ষা কর্মসূচী অনুষ্ঠিত হলো । প্রায় ২১০ জন ছয় থেকে ৭ বছরের শিশুদের রক্ত পরীক্ষা করা হয়। এর মাধ্যমে বোঝা যাবে ফাইলেরিয়া সম্পূর্ণ নির্মূল হয়েছে কি না? বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ,জেলা স্বাস্থ্য আধিকারিক গণ সহ মানিকচকের বিডিও জয় আহমেদ ,বিএমওএইচ ডা: হেম নারায়ণ ঝা উপস্থিত ছিলেন।
বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলার বিভিন্ন এলাকায় চলছে এই কর্মসূচি। শিশুদের আগ্রহ বৃদ্ধির জন্য রক্ত পরীক্ষার সঙ্গে সঙ্গে করা হয় বসে আকো অঙ্কন প্রতিযোগিতা।
প্রত্যেক শিশুর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।তাদের দেওয়া হয় খাতা বই সহ অন্যান্য সামগ্রী।
যাতে পুরো পশ্চিম বঙ্গ কে সম্পূর্ণ ফাইলেরিয়া নির্মূল করা যায় তার জন্য এই বিশেষ কর্মসূচী জানালেন ডা: হেমনারায়ন ঝা ।