অশোকনগরে দিদির পাঠশালাতে শিক্ষক দিবস উদযাপন

Social

সোশ্যাল বার্তা: অশোকনগর কল্যানগড় পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর শ্রীমতি শীলা দে তত্ত্বাবধানে যে দিদির পাঠশালার যে উদ্বোধন হয়েছিল। সেইখানে আজ  শিক্ষক দিবস পালন করা হয়।ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনে এই দিন যথার্থ সম্মানের সহিত পালন করা হয়।এই পাঠশালায় সকল শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন অশোকনগর কল্যানগড় পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অসিত দে, ওয়ার্ড কো অর্ডিনেটর শ্রীমতি শীলা দে,যুব সমাজের প্রতিনিধি শুভ্র কর সহ সমাজের অন্যান্য বিশিষ্ট গুনীজন মানুষেরা।

Leave a Reply