মলয় দে নদীয়া:- কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের উপভোক্তা মন্ত্রালয়ের নির্দেশে হলমার্ক কে স্বাগত জানিয়েছিলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি। কিন্তু সেই সংক্রান্ত বি আই এস যা নিয়ম-নীতি বেঁধে দিয়েছেন তাতে ভারতবর্ষের 75% স্বর্ণ শিল্পীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি । তাদের মতে দোকানদারের স্টক, সোনার গহনার তথ্য প্রকাশে তুলে ধরা মানে গোপনীয়তা নষ্ট হওয়া, অন্যদিকে পুরাতন হলমার্ক যুক্ত গহনার ভেঙ্গে নতুন করে 0.400 মিলি সোনা বের করে আগুনে assay করে স্টাম্প করলে গহনা এটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে।
এ ধরনের নানা সমস্যা তুলে ধরে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আজ সারা ভারতবর্ষে ব্যাপী সমস্ত স্বর্ণ শিল্পীরা প্রতিটি ধর্মঘট পালন করছেন। অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের মতন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠন একযোগে সামিল হয়েছেন এই বন্ধে। ন্যাশনাল টাক্সফোর্স অন হলমার্কি গোটা বিষয়টি নিয়ে সরকারের দ্বারস্থ হতে চলেছে অতি শীঘ্রই। দেশ রাজ্য তথা জেলা ছোট-বড়-মাঝারি সমস্ত স্বর্ণ শিল্পীরা আজ বিরত রেখেছেন তাদের প্রতিষ্ঠান।
নদীয়া জেলার কৃষ্ণনগর পোষ্ট অফিস মোড়ে বিক্ষোভে সামিল হন কৃষ্ণনগর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যরাও ।