বইয়ের কিউআর (QR CODE) কোড তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন মালদার শিক্ষক

News

দেবু সিংহ,মালদা: মালদা জেলার শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক ড: হরিস্বামী দাস ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাষ্ট্রপতির হাত ধরে রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন।
শিক্ষক দিবসের দিন ভারতবর্ষের ৪৪ জন শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হতে চলেছেন তারমধ্যে পশ্চিমবঙ্গের একজন শিক্ষক‌ রয়েছেন।
মালদা জেলার শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক ড: হরিস্বামী দাস ।

করোনাকালীন পরিস্থিতিতে সারাদেশ জুড়ে লকডাউন ঘোষনা হওয়ার পর থেকে বিদ্যালয়ের সহ-শিক্ষকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকভাবে সুস্থ রাখতে কাউন্সেলিংয়ের কাজ করেন।

শিক্ষার্থীরা যাতে বাড়িতে বসেই বিদ্যালয়ের পড়াশোনার করতে পারে সেই জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বইয়ের কিউআর (QR CODE) কোড তৈরি করেন। ফলে ছাত্র ছাত্রীরা মোবাইল থেকেই বাড়িতে বসে প্রতিটি বই পড়ে ফেলতে পারছে।

হরিস্বামী দাস জানান, রাষ্ট্রপতি পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীত হওয়ায় তিনি খুব খুশী। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সহযোগিতা পেয়েছেন। বিদ্যালয় বন্ধ থাকলেও সারা বছর ধরে অনলাইনে ক্লাস, সেমিনার, নানা সামাজিক কাজও চলে।

এর আগেও তাঁর অসামান্য কাজ “জল সংরক্ষণ ও নিখরচায় শিক্ষণ সামগ্রী” তৈরির জন্য তিনি জাতীয় পুরস্কার পান। এবার শিক্ষাক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের জন্য তিনি গ্রহণ করবেন রাষ্ট্রপতি পুরস্কার।

এলাকার অভিভাবকরাও খুব খুশি।

Leave a Reply