মানবিকতার নজির ! নগদ টাকা ও সোনার চেন পেয়ে ফেরত দিলেন দুই সিভিক ভলান্টিয়ার

News

অঞ্জন শুকুল, নদীয়া: মানবিকতার নজির গড়লেন দুই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার।সকলকেই তাক লাগিয়ে সততার পরিচয় দিয়ে ভীমপুর থানার মুখ উজ্জ্বল করলেন ।

সীমান্ত লাগোয়া গ্রামে কৰ্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ার বাপ্পা ঘোষ ও ইজাজুল মন্ডল দেখতে পান এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে, রয়েছে একটি মটর সাইকেল । তখন রাত প্রায় দুটা বেজে গেছে। অন্ধকারে টচ মেরে দেখে তারা বুঝতে পারেন মটর সাইকেল আরোহী দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের টলিতে ধাক্কা মারে । কিন্তু ঐ ব্যাক্তির চেহারার চেনার উপায় নেই । কি করবেন ভেবে পাচ্ছিলেন না । তখন হঠাৎ নজরে পরে একটা মোবাইল ও মানিব্যাগ । পরিচয় পাওয়ার আশায় মানিব্যাগ খুলে দুই সিভিক ভলেন্টিয়ারের চক্ষু চড়ক গাছ তিনটি টাকার বান্ডিল ৬০ হাজার টাকা ।  ইচ্ছা করলে দুজনে টাকাটা ও সোনার চেনটা ভাগ করে নিতে পারতেন । কিন্তু তা না করে ফেরত দিয়ে সততার নজির স্থাপন করলেন ।

ঘটনাটি ঘটেছে ভীমপুর থানার অন্তর্গত নলুয়াপাড়া এলাকায় । রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। যুবকের নাম দেবু সরকার, মাতা রেবতী সরকার, বাড়ি নলুয়া পাড়া। । ভীমপুর থানার ওসি মৃত ব্যাক্তির মায়ের হাতে সমস্ত জিনিস তুলে দেন। মৃত ব্যাক্তির দেহ ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।ছেলের মৃত্যুতে শোকাহত মা বলেন ছেলেকে ফিরে পাবোনা এটা ঠিকই পাশাপাশি তার সমস্ত জিনিস ফেরত দেওয়ার জন্য সিভিক ভলেন্টিয়ারদের ধন্যবাদ জানিয়েছেন । এহেন সততার পরিচয় দেখে ভীমপুর থানার ওসি গর্বিত । গর্বিত সমস্ত থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার ।

Leave a Reply