বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে নদীয়ার কল্যাণী জে এন এম হাসপাতালের স্টুডেন্ট ইউনিয়ন ও জুনিয়র ডাক্তারদের বিশেষ কর্মসূচি

News

মলয় দে নদীয়া :-চলছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ ! তাই এই সপ্তাহের উদ্দেশ্য ও গুরুত্ব মানুষের কাছে পৌঁছে দিতে কলেজ অফ মেডিসিন এবং জে. এন. এম. হসপিটালের স্টুডেন্টস্ ইউনিয়ন ব্রত হয়েছে সদ্য মা হয়ে ওঠা অথবা ভাবি মায়েদের সচেতনতার উদ্দেশ্যে এক মনোজ্ঞ কর্মসূচি। হাসপাতালের Gynaecology এবং Paediatrics বিভাগের উদ্যোগে ছোট্ট সচেতনতা অনুষ্ঠানের মাধ্যমে তারা মানুষের মধ্যে বোঝানোর চেষ্টা করেছে মাতৃস্তন্য পান করানোর উপকারিতা। এই স্তন্যপান সপ্তাহের গুরুত্ব, এবং কোন সদ্যজাতই যেন কুসংস্কারের কবলে না পরে সে বিষয়ে সচেতনতা গড়ে তুলতে।

মা এবং শিশু সুস্থ ভাবে বেঁচে থাকার একটি প্রাকৃতিক সহজাত প্রবৃত্তি এটি। এর ফলে, সন্তানের শারীরিক মানসিক বিকাশের সাথে মায়েরও শারীরিক এবং মানসিক বৃদ্ধি ঘটে, বরং স্তন্যপান না করালে শিশুর যেমন ক্ষতি হয়! ক্ষতি হয় মায়েরও। তারই নানান বৈজ্ঞানিক ব্যাখ্যা করেন, জুনিয়ার ডাক্তাররা।।

Leave a Reply