রাস্তার পাশে ফলের গাছ লাগাচ্ছে পড়ুয়ারা

Social

সোশ্যাল বার্তা : বিশ্বব্যাপী বনভূমি একসময় যা ছিল নির্বিচারে বৃক্ষনিধনের ফলে ধীরে ধীরে তা প্রায় নিংশেষিত। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণই একমাত্র পথ।

নদীয়া জেলার কৃষ্ণনগরের ৯নং বগুলা রোডের যাত্রাপুর থেকে ভুত বাড়ি রাস্তার ধারে রবিবার ফলের গাছ লাগাতে দেখা গেল পড়ুয়াদের।

পড়ুয়াদের সাথে কথা বলে জানা গেল, স্থানীয় গ্রাম যাত্রাপুরের রামতনু লাহিড়ী হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তার পাশে ফলের গাছ লাগানোর পরিকলপনা করেছে।

সাধারণ মানুষের গাছের প্রতি সখ্যতা বাড়াতে ফেসবুকে তৈরি করেছে একটি পেজ নাম দিয়েছে গ্রীণ লাভ (Green Love) ।

পডুয়াদের মধ্যে বর্ষণ মণ্ডল জানায় ” সারাবছর ধরেই আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাই। একদিকে গাছ বড় হলে ছায়া আর অক্সিজেন দেবে। বন্যপ্রাণী যাদের বাসস্থান গাছ তারা সেখানে থাকতে পারবে এমনকি পাখিরা সেখান থেকে খাবার পেতে পারে। তাই আমাদের বিদ্যালয়ের বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেই রাস্তার ধারে ফলের গাছ লাগাবো। তাই গাছ লাগাচ্ছি ও ঘিরে দিচ্ছি যাতে গাছগুলি আঘাতপ্রাপ্ত না হয়”।

রাহুল,মানিখের,ঋত্বিকা,তনু,রুপসারা জানায়, বিদ্যালয় বন্ধ রয়েছে। বন্ধুবান্ধবরা মিলে একসাথে এই কাজ করতে খুব ভালো লাগছে।

Leave a Reply