গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া নয়! মোবাইল নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা!

Social

মলয় দে, নদীয়া :-কাঁঠাল গাছে তুলে দিয়ে অভিনব ভাবে মোবাইল চুরি ! গাছ থেকে নিচে নামতেই চম্পট দেয় চোরের দল। রীতিমত এই ঘটনায় হতবাক যুবক, এর আগে অনেক ধরনের চুরির ঘটনার সাক্ষী অনেকেই! কিন্তু রাস্তার পাশে বসে মোবাইলে অনলাইনে ক্লাস করা এক যুবককে ভুল বুঝিয়ে কাঁঠাল গাছে তুলে দিয়ে এই ধরনের চুরির ঘটনা যা আগে কখনো দেখিনি অনেকেই।

ঘটনাটি নদীয়া জেলার শান্তিপুর বড়বাজার ঘাট এলাকায় শান্তিপুর রামনগর চর এলাকার যুবক রানা প্রামানিক শান্তিপুর মহাশ্মশান সংলগ্ন রাস্তার পাশে বসে অনলাইনে ক্লাস করছিল। তখনই একটি বাইকে করে দুই যুবক রানা প্রামাণিকের পাশে এসে দাঁড়ায়, তাকে বলা হয় তুমি কি গাছে উঠতে পারতে পারো, রানা সম্মতি জানিয়ে, প্রশ্ন করে কেনো? তখনই ওই দুই যুবক রানা পরামানিক কে বলে বড় বাজার ঘাটে একটি বাড়িতে আমাদের কাঁঠাল কেনা আছে গাছে উঠে পারতে হবে তাহলে ১৫০ টাকা দেব। কার্যত লকডাউনে পরিবার কর্মহীন হয়ে পড়ায় রাজি হয় রানা প্রামানিক, রীতিমতো বড় বাজার এলাকার গৃহস্থবাড়ির কাঁঠাল গাছে ওঠে রানা তখনই ওই দুই যুবক রানা পরামানিক কে বলে মোবাইলটা নিচে রেখে পারো না হলে পড়ে যেতে পারে। রানা পরামানিক মোবাইলটি কথামতোই তাদের হাতে দিয়ে দেয় ঠিক তখনই ওই দুই যুবক অন্য বাড়িতে কাঁঠাল কেনা আছে বলে চম্পট দেয়। যুবক রানা পরামানিক কাঁঠাল গাছ থেকে নিচে নামতেই দেখে তার মোবাইল ফোনটি আর নেই তখনই তার নাম্বারে ফোন করলে সুইচ অফ দেখায়।

রানা প্রামানিক বুঝতে পারে তাকে মাথায় হাত বুলিয়ে ভুল বুঝিয়ে কাঠাল গাছে তুলে দিয়ে মোবাইল ফোন চুরি করার চক্রান্ত করেছিল ওই দুই যুবক। স্বভাবতই এই ঘটনা ঘটার পরে হতবাক হয়ে পড়ে স্কুলপড়ুয়া রানা প্রামানিক তড়িঘড়ি বাড়িতে গিয়েই পরিবারের লোকজনকে সমস্ত ঘটনায় জানায় রানা। এরপর শান্তিপুর থানার দ্বারস্থ হয় রানা পরামানিক সহ তার পরিবার এবং একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। স্বভাবতই এই ধরনের চুরির ঘটনা কখনোই আন্দাজ করতেই পারিনি রানা প্রামানিক। এখন চুরি যাওয়া মোবাইল ফোনটি ফিরে পাওয়ার আশায় পুলিশি একমাত্র ভরসা বলে মনে করছেন রানা।

Leave a Reply