দেবু সিংহ,মালদা: রবিবার দুপুরে মালদার ইংরেজবাজার শহরের ব্যারাক কলোনিতে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হয়ে গেল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২২নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি, ওয়ার্ডের সম্পাদক শ্যাম প্রসাদ সাহা, ২৬ নম্বর ওয়ার্ডের সম্পাদক দিলীপ সরকার বিশিষ্ট আইনজীবী সুনীল শ্রীবাস্তব সহ এলাকার বাসিন্দারা।
এদিন বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ টি বৃক্ষরোপণ করা হয়। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়ে ২২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি জানান প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে গেলে বৃক্ষরোপণ করাটা খুব দরকার। আজকে এ করো না মহামারী আসাতে আমরা বুঝতে পেরেছি অক্সিজেন কতটা প্রয়োজন। প্রতিনিয়ত পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তার ফলে মানব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রকৃতি এবং রক্ষা করতে আমাদের বৃক্ষ রোপণ করতে হবে অক্সিজেন মেটাতে গেলেও বৃক্ষরোপণ করা দরকার তাই আমাদের এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের আজকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই আগামী দিনে সবাই এগিয়ে আসুক এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করার ক্ষেত্রে।