দেবু সিংহ, মালদা:- প্রয়াতঃ সৈনিক সুধন্য ঘোষের ৮১তম জন্মদিন পালন করল ইংরেজবাজার পৌরসভার ২২ ও ২৬ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটি।
মালদা শহরের মহানন্দা পল্লী প্রয়াতঃ সৈনিক সুধন্য ঘোষের নামাঙ্কিত মোড়ে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে ও পুষ্পার্ঘ প্রদান করার পর এক মিনিট নীরাবতা পালন করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি, মালদা জেলা প্রাক্তন সৈনিক সংগঠনের সভাপতি নীলমণি পান্ডে সহ পরিবারের সকল সদস্য ও বিশিষ্টজনেরা।