নিউজ সোশ্যাল বার্তা, ৩০শে নভেম্বর ২০১৯: রাস্তার ফুটপাতে লম্বা লাইন । ফুটপাতের লম্বা লাইন দেখে পথচলতি অনেকের মনেই প্রশ্ন জাগে কিসের লাইন ? হ্যাঁ, সত্যিই তাই । কলকাতার ধর্মতলার মোড়ে ফুটপাতে শুরু হয়েছে দু:স্থ শিশুদের জন্য বিনা পয়সায় চিকিৎসা ।
দু:স্হ পরিবারের বাচ্চারা চিকিৎসা পরিসেবা থেকে অনেকেই বঞ্চিত তাদের জন্যই এই চিকিৎসা ব্যবস্থা। ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক্স ও ফিড নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের নামকরা চিকিৎসকরা সামিল হয়েছেন শিশুদের চিকিৎসা করার জন্য । এ বিষয়ে যার উদ্যোগ তিনি পেশায় শিক্ষক শ্রী চন্দ্রশেখর কুন্ডু মহাশয় বলেন “অনেক চিকিৎসক ফুটপাতে থাকা বাচ্চাদের দেখেন । ফুটপাতে থাকা বাচ্চাদের জন্য কাজ করার ইচ্ছা থাকলেও উপযুক্ত প্ল্যাটফর্ম পান না। সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে শহরের নামী-দামী চিকিৎসকেরা সামিল হয়েছেন এই মহতী কাজে”।
চিকিৎসক ডা: অতনু ভদ্র বলেন – “অনেক বাচ্চার বাবা, মা কাজে যান। চিকিৎসার সুযোগও অনেক সময় পায় না এই শিশুরা । তাই আমাদের পক্ষ থেকে দু:স্থ শিশুদের পাশে থাকার একটু প্রচেষ্টা “।
প্রতি মাসেই চলবে এই বিনামূল্যের ফুটপাত ডিসপেনসারি । দক্ষিণ কলকাতা সহ দিল্লি ও বোম্বেতে চলছে এই ফুটপাত ডিসপেনসারি ।
Facebook : News Social Barta 24×7
WhatsApp : 9434158779