রক্তদান এবং থ্যালাসেমিয়া ! মালদহর কালিয়াচক থেকে পায়ে হেঁটেই নবান্ন যাত্রা আলমগীরের,পলাশী থেকে সঙ্গী কৃষ্ণ ও ফারুক
মলয় দে নদীয়া :- আগের থেকে রক্ত দেওয়ার প্রবণতা বেড়েছে অনেকটাই। সেরকম রক্তের চাহিদাও বেড়েছে আগের তুলনায় বেড়েছে বহুগুণ। থ্যালাসেমিয়ার সচেতনতা বাড়লেও সরকারি বিধি ব্যবস্থা এখনো অনেকটাই ঢিলাঢালা। এ ধরনের বেশ কিছু দাবি নিয়ে গত ২০ শে জুলাই, মালদহর কালিয়াচক থেকে এক ছাত্র আলমগীর খান পায়ে হেঁটেই বেরিয়ে পড়লেন নবান্নের উদ্দেশ্যে। এর আগেও অবশ্য রক্তের […]
Continue Reading