একগুচ্ছ দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করল বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতি

দেবু সিংহ , মালদা: সোমবার দুপুরে কালিয়াচক- ২নং ব্লকের বিডিও কে একগুচ্ছ দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করল বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতি। এদিন উপস্থিত সংগঠনের সম্পাদক নিতাই চন্দ্র মন্ডল, সভাপতি সামিজুদ্দিন আহমেদ, মোহাম্মদ আহমাদুল আলি, সেজাউল আহমেদ, জিয়াউর রহমান, ইশরাত জাহান, পিংকি দাস প্রমুখ কর্মকর্তা। সবার উপস্থিতিতে দাবি দাওয়া তুলে দেওয়া হয় । কর্মকর্তারা মিছিল ও […]

Continue Reading