অভাবের মধ্যেও সাফল্য চাকুলিয়ার দুই মেধাবীর

রায়গঞ্জঃ বাবা মারা গিয়েছেন দু-বছর, প্রচন্ড আর্থিক কষ্টের মধ্যে অভাব পিছু না ছাড়লেও পড়াশুনোটা মন দিয়ে চালিয়ে গিয়েছে, চাকুলিয়ার এস বি টোলী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর এবারের উচ্চমাধ্যমিকে ৪৬৫ নম্বর পেয়েছে। তাঁর দাদা দু-বেলা টিউশন পড়িয়ে ভাইয়ের পড়াশুনোর খরচ চালিয়ে গিয়েছেন। তবে শুভঙ্করের অদম্য প্রচেষ্টার ফলেই এত ভালো ফলাফল হয়েছে তার উচ্চমাধ্যমিকে। […]

Continue Reading