বিদ্যুত ও পানীয় জলের দাবীতে, হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙ্গিতে রাজ্য সড়কে টায়ার পুড়িয়ে অবরোধে বাসিন্দারা
দেবু সিংহ, মালদা: তিন বছর আগে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছিল বিদ্যুতের লাইন। তারপর থেকে অন্ধকারে রয়েছে গোটা এলাকা। এলাকায় বসানো হয়েছে জলের পাইপলাইন। কিন্তু তিন বছরেও জল বরাহের ব্যবস্থা হয়নি। সরকারি কোনও নলকূপও নেই। বাসিন্দাদের ভরসা নিজেদের বসানো অগভীর নলকূপ। সেই জল খেয়ে পেটের রোগে ভুগছেন বাসিন্দারা। বিদ্যুত না থাকায় কুপি, লন্ঠনের আলোয় পড়াশুনা করতে হচ্ছে […]
Continue Reading