মায়াপুর ইসকন মন্দিরে গিরিরাজ গোবর্ধন পুজো এবং গো-পুজো
মলয় দে, নদীয়া: ভাতৃদ্বিতীয়ার শুভলগ্নে সোমবার সকাল থেকেই নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে মহাসমারোহে শুরু হলো গিরিরাজ গোবর্ধন পূজা পাশাপাশি এদিন মন্দির প্রাঙ্গণে গো পূজা ও গো ক্রীয়া পালন করা হয় শাস্ত্রীয় মত অবলম্বন করে। কোভিড -১৯ বিপর্যয়ের কারণে এই বছর সম্পূর্ণভাবে সরকারি নির্দেশ কে মান্যতা দিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে মাক্স ও স্যানিটাইজার ব্যবহারের মধ্য দিয়ে […]
Continue Reading