ভোটে শান্তির বার্তা দিতে বিভিন্ন জেলায় ঘুরে গান শোনাচ্ছেন স্বপন বাউল
দেবু সিংহ,মালদা:- শান্তির বার্তা দিতে বিভিন্ন জেলায় ঘুরে গান শোনাচ্ছেন স্বপন বাউল। বিগত দিনে বিভিন্ন নির্বাচনে খুন, হানাহানি, বোমাবাজি, ভোট বাক্স লুট সহ বিভিন্ন অভিযোগে উত্তাল হয়েছিল বিভিন্ন নির্বাচন কেন্দ্র। সোশ্যাল মিডিয়া ও টিভির পর্দায় সেই খবর দেখে বিচলিত হয়েছিলেন স্বপন বাবু। এরপর হাতে একতারা নিয়ে বিভিন্ন জেলা ঘুরে বুধবার তিনি পৌঁছেন মালদা জেলায়। নির্বাচন […]
Continue Reading