পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে মাইক প্রচার, দিঘা উপকুল এলাকায় জারি সতর্কতা, খোলা হচ্ছে কন্ট্রোল রুম !

মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “গুলাব”।আলিপুরের তরফ থেকে থেকে জারি হয়েছে সতর্কতা। বর্তমানে বঙ্গোপসাগরে গভির নিম্নচাপের আকারে অবস্থান করছে “গুলাব”। আগামী ১২ ঘন্টার মধ্যে তা ভয়াল আকার ধারন করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার জেরে হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা সহ সমুদ্র উপকুলবর্তী এলাকাগুলিতে। তারই আগাম সতর্কতা হিসেবে জেলা জুড়েই […]

Continue Reading