কৃষ্ণনগরের রানী বুড়িমা’র বিসর্জন কাতারে কাতারে মানুষ 

মলয় দে নদীয়া:-চিরাচরিত প্রথা মেনেই মঙ্গলবার বেলা আটটা নাগাদ কৃষ্ণনগরের রাজপথে নিরঞ্জনের উদ্দেশ্যে বের হলেন কৃষ্ণনগরের রানী বুড়িমা। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে জগদ্ধাত্রী উৎসব। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর প্রধান বৈশিষ্ট্য পুজোর পরের দিন বেহারাদের কাঁধে করে বেশিরভাগ প্রতিমা জলঙ্গির ঘাটে যান নিরঞ্জন এর উদ্দেশ্যে। এই প্রথাকে সাং প্রথাও বলে। বুড়িমা ছাড়াও কৃষ্ণনগরের অন্যতম বাঘাডাঙ্গা বারোয়ারি, গোলাপট্টি বারোয়ারি, […]

Continue Reading