হালখাতায় গণেশ কিংবা খাতা পুজোর ব্যবসায়ীরা ভিড় এড়াতে চলতি মাসে অক্ষয় তৃতীয়া সহ নানান গুরুত্বপূর্ণ দিনকে বেছে নিয়েছেন তাই কিছুটা হলেও ঘাটতি পয়লা বৈশাখে
মলয় দে নদীয়া:-চৈত্রের শেষে বৈশাখের আগমন আজ পয়লা বৈশাখ । বাঙ্গালীর নববর্ষ। সেই নববর্ষ কে স্বাগত জানাতে সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন সাধারণ মানুষ। হালখাতায় পুজো দেওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বহু মানুষ লক্ষ্মী গণেশ এর বিগ্রহ নিয়ে উপস্থিত হয়েছে মন্দিরে সেরকমই নদিয়ার শান্তিপুর সিদ্ধেশ্বরী মাতা মন্দিরে সকাল থেকেই লম্বা লাইন ভক্তবৃন্দর অপরদিকে শান্তিপুরের ভাগীরথী […]
Continue Reading