নদীয়ার শান্তিপুর থানারমোড় রাস উৎসব কমিটির, পুজো উদ্বোধনে সভাধিপতি

মলয় দে, নদীয়া :- গতকাল শান্তিপুর থানার মোড় রাস উৎসব পুজো কমিটির পুজোর আনুষ্ঠানিক শুভ সূচনার উদ্বোধনে নদীয়া জেলার জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ড। এবছর করোনা আবহের কারনে সরকার ও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শান্তিপুরের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শান্তিপুরের সমস্ত পূজো বারোয়ারী কমিটি গুলিকে নির্দেশ দেয়া হয়েছিল খোলা প্যান্ডেলের। এছাড়াও পুজো মণ্ডপ চত্বরে স্যানিটাইজার ও […]

Continue Reading