শান্তিপুরের ভাঙ্গা রাসে, স্থানীয় ভক্তবৃন্দদের ভীড়

মলয় দে, নদীয়া :-বুধবার শুরু হয়, ঐতিহ্যপূর্ণ শান্তিপুরের ভাঙ্গা রাস তবে অবশ্যই শোভাযাত্রা হীন। শুধুমাত্র সামান্য আলোকসজ্জায় সজ্জিত ঠাকুর এবং শুধুমাত্র একটি বাদ্য দল। বিগ্রহ বাড়ির জন্য বরাদ্দকৃত প্রশাসনের দেওয়া সময় বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তারা নগর ভ্রমণ শেষ করেছেন। এরপর শুরু হয় বিভিন্ন বারোয়ারির সময়সীমা। সন্ধে আটটা পর্যন্ত পাওয়া সর্বশেষ […]

Continue Reading