প্রান্তিক মানুষের সাহায্যে রামকৃষ্ণ সারদা আশ্রম
মলয় দে, নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর বাগআঁচড়া রামকৃষ্ণদেব সারদা মায়ের শিষ্যরা চিরাচরিত প্রথায় এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে। আজ থেকে প্রায় ৯০ বছর আগে, এই বাগআঁঢড়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা পন্ডিত মাধবানন্দ মহারাজবেলুড় মঠ রামকৃষ্ণ মঠের নবম প্রেসিডেন্ট নিযুক্ত হন। এবং তার ভাই স্বামী দয়ানন্দ ছিলেন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান (বর্তমানে শিশুমঙ্গল বলে পরিচিত) এর প্রতিষ্ঠাতা […]
Continue Reading