নদীয়ায় প্রবল বর্ষণের প্রভাব ! নদীয়াররাজ কৃষ্ণচন্দ্রের নির্মিত, ঐতিহাসিক যুগলকিশোর মন্দিরের একাংশে ধ্বস!

মলয় দে, নদীয়া :- নদীয়ার ধানতলা থানার আরংঘাটায় চূর্ণী নদীর পূর্বপাড়ে ১৭২৮ খ্রিস্টাব্দে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র নির্মাণ করেছিলেন যুগলকিশোর মন্দির। সারা বছরই এখানে ভক্তদের ভিড় লেগে থাকে। এছাড়াও প্রাচীন শিল্পকর্মের নিদর্শন আজও মন্দিরে রয়েছে। মন্দিরে প্রবেশ পথেই রয়েছে পূর্ব দিকে মুখ করা পাঁচটি খিলান বিশিষ্ট বারান্দা। এছাড়াও মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে প্রাচীন পঙ্খের কাজ।যদিও সেই […]

Continue Reading