বাংলা শস্য বীমা খরিফের দুটো ট্যাবলো ব্লকে ব্লকে ঘুরবে কৃষকদের সচেতন করতে

দেবু সিংহ,মালদা: বাংলা শস্য বীমা খরিফের দুটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করা হল। শুক্রবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে সুসজ্জিত এই দুটি ট্যাবলোর উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত জেলাশাসক নীতিন সিংহানিয়া। জানা গেছে আজ থেকে বাংলা শস্য বীমা খরিফের এই দুটো ট্যাবলো বিভিন্ন ব্লকে ব্লকে ঘুরে কৃষকদের সচেতনতা করবে […]

Continue Reading