পুরোহিত ভাতার সমর্থনে মিছিল ও সভা

অঞ্জন শুকুল, কৃষ্ণগঞ্জ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃস্থ পুরহিতদের জন্য মাসিক ভাতা ঘোষণা করেছেন। ভাতা ঘোষণার পর উপকৃত হবেন রাজ্যের পুরোহিত সমাজ। সোমবার পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট নদীয়া কৃষ্ণগঞ্জ শাখার পক্ষ থেকে মাজদিয়ায় একটি মিছিল এবং সভা করে। এদিন মাজদিয়া হিন্দু মিলন মন্দির থেকে পুরোহিতেরা মিছিল করে মাজদিয়া ভাজনঘাট আসেন। তারপর হিন্দু মিলন মন্দির […]

Continue Reading