পালপাড়া কলেজে রিমোট সেন্সিং ও জি.আই.এস বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিনিধি,পটাশপুর: রিমোট সেন্সিং ও জি.আই.এস বিষয়ক এক সপ্তাহব্যাপী কর্মশালা শুরু হলো পালপাড়া কলেজে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগ, আই কিউ.এ.সি ও জিও সলিউশন এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। বুধবার কলেজের সেমিনার হলে পরমহংস যোগানন্দের প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন হয়। উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ […]
Continue Reading