পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ কর্মসুচী ঘোষণা বিজিটিএ’র,জলপ্লাবনের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি : বিজিটিএ’র টিজিটি আন্দোলন সারা পশ্চিম বঙ্গে আলোড়ন ফেলে দিয়েছে! প্রতিটি জেলায় একের পর এক বিক্ষোভ কর্মসুচী ও ডি আই ডেপুটেশন এর ডাক দিয়ে চলেছে বৃহত্তর গ্র‍্যাজুয়েট টিচারস এসোসিয়েশান বা বিজিটিএ। বিজিটিএ’র তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে তারা আগামী ২২ শে অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষোভ সমাবেশ ও পরে ডি.আই. ডেপুটেশন […]

Continue Reading

পুজোর থিম -‘একখণ্ড দার্জিলিং’

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: দার্জিলিং নামটি শোনার সঙ্গে সঙ্গেই বাঙালির মনে প্রাণে এক আনন্দের স্পন্দন ঘটে। পাহাড়ের রানী, সঙ্গে ধাপে ধাপে তৈরি চা বাগান, হেরিটেজ ট্রেন তাই দেখতে আর আর কিছুটা শান্ত, শীতলতা খুঁজতে বাঙালিরা হাজির হন দার্জিলিঙে। পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা ইয়ং ইলেভেন ক্লাবের এবারের পুজোর থিম- “একখণ্ড দার্জিলিং”। সুনিপুণভাবে দার্জিলিংয়ের চা বাগান,ট্রয় ট্রেন, পাহাড়ের […]

Continue Reading