টান দাও দড়িতে, পার হও নদীতে পূর্ব বর্ধমানের দাদপুরে

মলয় দে নদীয়া:- দড়ি ধরে নদী পারাপার হচ্ছে যাত্রীরা এমনই দৃশ্য দেখা গেল নদীয়া সংলগ্ন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দাদপুরে। নাদন ঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের দাদপুর এবং কালনা থানার নান্দাই পঞ্চায়েতের কুটিরডাঙ্গার মধ্যে দিয়ে তির তির করে বয়ে চলেছে খড়িয়া নদী। নদীর এপারে রয়েছে নসরতপুর পঞ্চায়েতের দাদপুর ।নদীর অপরপ্রান্তে রয়েছে নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত […]

Continue Reading